সাইবার অপরাধ বিপজ্জনক হারে বেড়েই চলেছে, মহিলারাই এর প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। মোবাইল ফোন এবং ইন্টারনেট সহজেই অপরাধীদের সুযোগ করে দিচ্ছে মহিলাদের টার্গেট করতে। একটি সমীক্ষা বলছে মহিলা এবং কিশোরীরা প্রতিদিন চার ঘণ্টারও বেশি সময় ধরে স্মার্ট ফোন ব্যবহার করে। এই অভ্যাস তাদের পুরুষদের চেয়ে আরও বেশি করে মোবাইলের প্রতি আসক্ত করে তোলে। মহিলারা ফোন করার থেকে প্রধানত সোশ্যাল নেটওয়াকিং ওয়েবসাইট এবং অনলাইন সপিং-এর জন্য মোবাইল ব্যবহার করে। এই ধরনের ডিভআইসগুলির নিজস্ব বৈশিষ্ট্য আছে, কিন্তু সংবেদনশীল তথ্য আদানপ্রদানের ক্ষেত্রে নিরপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন ধরনের আক্রমণের আশঙ্কা স্মার্ট ফোন ব্যবহারকারীকে প্রভাবিত করতে পারে। বর্তমান পরিস্থিতিতে স্মার্ট ফোন ব্যবহারকারী মহিলাদের এই আক্রমণ সম্পর্কে সর্তক থাকতে হবে।

মোবাইল ফোনের  নিরাপত্তাজনিত শঙ্কার কয়েকটি ধরন:

মোবাইল ডিভাইস এবং তথ্যের নিরাপত্তা সংক্রান্ত শঙ্কা

অনুনমোদিত বা উদ্দেশ্যপ্রনোদিত মোবাইলে ব্যবহার এবং হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইলের নিরাপত্তা সংক্রান্ত শঙ্কা।

হারিয়ে বা চুরি যাওয়া ডিভাইস

বর্তমানে মোবাইল ফোন ব্যক্তি জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। যদি কোনো কারণে এটি হারিয়ে যায় তবে তা নিরাপত্তার ক্ষেত্রে বড় শঙ্কা হিসাবে দেখা দেয়। কারণ, অনেক সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ তথ্য সাইবার অপরাধীদের হাতে চলে যেতে পারে। ফোনে ইনস্টল করা অ্যাপের থেকেই ব্যবহারকারীর বয়স, লিঙ্গ, এলাকা, আগ্রহ, শারীরিক অবস্থা এমন কী ব্যবহারকারী কোন সন্তান আশা করছে কি না জানা যায়।

ফোন আনলক করার জন্য পাসওয়ার্ড বা বায়োমেট্রিক প্রমাণীকরণ ব্যবহার করুন।
সিম কার্ডের জন্য সিম লক অ্যাকটিভেট করুন। কারণ, যতই আপনি ফোন লক করুন না কেন, মোবাইলটি খোয়া গেলে যে কেউ আপনার সিমকে ব্যবহার করতে পারবে।

গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে

মোবাইল ডিভাইসে তথ্যের নিরাপত্তা ব্যবস্থা পর্যপ্ত না থাকলে, ব্যক্তির পরিচয় নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির মুখে চলে যেতে পারে। আপনার ব্যক্তিগত ব্যাকিং তথ্যও নিরপত্তা হারাতে পারে।
তাই নিরাপত্তার খাতিরে ব্যাকিং এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য, পাসওয়ার্ড ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য মোবাইল ফোনে না রাখাই ভালো। ব্যবহার করার পর অ্যাপ থেকে লগ আউট নিশ্চত করুন।

  • মোবাইল সংযোগ সংক্রান্ত নিরাপত্তার ঝুঁকি

মোবাইল সংযোগ সংক্রান্ত নিরাপত্তার ঝুঁকির মধ্যে থাকে ব্লুটুথ, ওয়াই-ফাই, ইউএসবি ইত্যাদির মাধ্যমে অপরিচিত সিস্টেমের সঙ্গে মোবাইলের সংযোগ।

মুক্ত ওয়াই-ফাই

অধিকাংশ ক্ষেত্রে মুক্ত ওয়াই-ফা-এর সঙ্গে মোবাইল ফোনের সংযোগ নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি কারণ হতে পারে। তাই মুক্ত ওয়াই-ফাই ব্যবহার করে ব্যাকিং লেনদেন বা সংবেদনশীল তথ্য আদানপ্রদান না করাই ভালো।

অন্য ব্যবহারকারীর যদি আপনার মোবাইল বা ল্যাপটপ ব্যবহারের প্রয়োজন না হয় তবে ব্লুটুথ কানেশনকে অদৃশ্য রাখুন। যে কেউ ব্লুটুথের মাধ্যমে আপনার ল্যাপটপ বা মোবাইল ফোনে প্রবেশ করেত চায়, তবে ওই ব্লুটুথের সীমানার বাইরে চলে আসুন। তাহলে আপনা থেকেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

মুক্ত ওয়াইফাই-এ লগ-ইন করলেন, তারপর একটি ভিপিএন পেলেন বা নিরাপদ নেটওয়ার্কের বার্তাল, তবু সেই নেটওয়ার্কে থাকাকালীন কোনো আর্থিক, চিকিৎসা বা ব্যবসা সংক্রান্ত কাজ করবেন না।
মুক্ত নেটওয়ার্কে প্রবেশের পর কোনো পাসওয়ার্ড বা কোনো সংবেদনশীল তথ্য দেবেন না।

ফিশিং ইমেল

ইমেল ব্যবহারকারীরা অনেক সময় ব্যাঙ্ক বা কোনো সংস্থা নামে আসা ইমেলের ফাঁদে পা দিয়ে দেন। এমন ধরনের ভাষায় ইমেলগুলি লেখা হয় যাতে ব্যবহারকারীকে তক্ষনি সিদ্ধান্ত নিতে হবে। তারা সাধারণ এই ধরনের ই-মেলের লিঙ্কে ক্লিক করে ফেলে এবং অবিশ্বস্ত সাইটে গিয়ে ব্যক্তিগত বিভিন্ন তথ্য দিতে শুরু করে। মেলগুলি থেকে অ্যাটাচমেন্ট ডাউনলোড হতে থাকে যেগুলির মধ্যে লুকানো অবস্থা তথ্য চুরির ম্যালওয়ার থাকে। অথবা ভাইরাস আক্রান্ত মেল পাঠানো হয়।
ইমেল ঠিকানা অধিকাংশ সময় পেরকের নামে সঙ্গে মিল থাকে। বুকমার্কের মাধ্যমে সংশ্লিষ্ট পেরকের ওয়েবসাইটে যান বা অ্যাডড্রেস বারে ইউআরএল টাইপ করুন। সমস্ত ডাইনলোড করা ফাইলগুলি অ্যান্টি-ভাইরাস দিয়ে স্ক্যান করে নিন।

স্মিথিং ম্যাসেজ

টেক্সট ম্যাসেজের ক্ষেত্রেও উপরের নিয়মগুলি কার্যকারী। যদি আপনি কোনো ধরনের ম্যাসেজের উৎস বা উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান হন তবে ফোন করে পেরককে জিজ্ঞাসা করুন তিনি এই ম্যাসেজ পাঠিয়েছেন কিনা। ব্যাঙ্ক সংক্রান্ত ব্যাপারে সরাসরি ব্যাঙ্কে যান বা পরিচিত কোনো চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করুন।কিন্তু কখনই টেক্সট ম্যাসেজের মাধ্যমে পাঠানো লিঙ্ক খুলবেন না।

দুর্বল অথেনটিকেশন

মোবাইল পেমেন্ট সিস্টেমে অথেনটিকেশন দূর্বল হলে, তা অপরাধীরা পছন্দ করে। ই-কমার্স ব্রাউজার অ্যাপ বা ভার্চুয়াল ওয়ালেট পেমেন্টের ক্ষেত্রে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন এবং মাল্টি-লেভেল ডেটা এনক্রিপশন ব্যবহার করে থাকে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে নিরাপদ সিস্টেমে দরকার হবে ইউজার আইডি, পাসওয়ার্ড, নিরাপত্তা সংক্রান্ত ছবি নিশ্চিতকরণ বা এককালীন পাসওয়ার্ড পিন। সেরা পেমেন্ট সিস্টেমে আপনার ক্রেডিট কার্ডের তথ্য একটি টোকেনে পরিণত করে। ফলে সেটি আর কোনো জায়গা থেকে পড়া যাবে না।

মোবাইল অ্যাপ্লিকেশন এবং অপারেটিং সিস্টেমের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি

মোবাইল অ্যাপ্লিকেশন এবং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি থেকে যায়।
আমরা অনেক সময় ফ্রি মোবাইল অ্যাপ্লিকেশ ডাইনলোড করে থাকি। সেগুলি গোপনীয়তার শর্ত আমরা কখনও খুলেও দেখি না। প্রচুর অ্যাপ্লিকেশন আছে যারা আমাদের তথ্য চুরি করতে পারে।

অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ম্যালওয়ার হিসাবে ডাউনলোড হয়।

অস্বীকৃত সূত্র থেকে মোবাইল বা ল্যাপটপে কোনো কিছু ডাউনলোড করবেন না। কোনো অ্যাপকে তথ্য নেওয়ার অনুমতি দেওয়ার আগে ভাবুন সত্যিই কী একটি ফ্ল্যাশলাইটের আপনার মোবাইলের লোকেশন জানায় কোনো প্রয়োজন আছে?

ব্যবহার না হলে অ্যাপকে দেওয়া অনুমিত ফিরিয়ে নিন।

মোবাইলে ফোনে আক্রমণ হলে কী ধরনের প্রভাব পড়ে:

  1. মোবাইলে সংরক্ষিত ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে আসে বা হারিয়ে যায়।
  2. ম্যালিসিয়াস সফটওয়্যারে জন্য আর্থিক ক্ষতি এবং উচ্চ মূল্যের এসএমএস এবং কল পরিষেবার জন্য ক্ষতি।
  3. গোপনীয়তা আক্রমণের মুখে পড়ে। যার মধ্যে রয়েছে, ব্যবহারকারীর অজ্ঞাতে মোবাইল ফোন লোকেশন, ব্যক্তিগত এসএমএস এবং কল ট্র্যাকিং।
  4.  মোবাইল ফোনের উপর নিয়ন্ত্রণ হারানো এবং অজ্ঞাতে লক্ষ্যবস্তুতে হামলার জন্য মাধ্যম হয়ে ওঠা।
Page Rating (Votes : 5)
Your rating: